রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৬:১৫
রংপুর-ঢাকা মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি-হয়রানিসহ ট্রাক থামিয়ে ডাকাতি বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী নগরীর আর কে রোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকে চরম দুর্ভোগ পড়েন মানুষ। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এর আগে শত শত ট্রাক শ্রমিক আর কে রোড এলাকায় ট্রাকষ্ট্যান্ডের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাক আড়াআড়িভাবে রেখে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় ব্যস্ততম মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাক শ্রমিকদের অভিযোগ, রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অংকের জরিমানা করছে। অন্যদিকে, রংপুর-দিনাজপুরসহ সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুবৃর্ত্তরা। তারা টাকা-পয়সা লুটসহ চালক ও হেলপারদের কুপিয়ে আহত করছে। এ বিষয়ে প্রশাসনকে বার বার জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।
রংপুর
- বিষয় :
- রংপুর
- মহাসড়ক অবরোধ