বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি আহত

ফাইল ছবি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৬:২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
আহতরা হলেন- নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর সীমান্তে রেড এলার্ট জারি করা হলেও কসবা উপজেলার অধিকাংশ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে প্রতিদিন চিনি, কাপড়, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বাংলাদেশে পাচার হচ্ছে। সোমবার সন্ধ্যায় অবৈধ পথে ভারত থেকে পণ্য আনার জন্য সীমান্তে তারকাটার বেড়ার কাছে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে দুই বাংলাদেশি আহত হয়।