ফরিদপুর
বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি: প্রতীকী
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ০৫:২৯
ফরিদপুরের সদরপুর মডেল সরকারি বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক মো. দেলোয়ার হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত দেলোয়ার বরগুনা জেলার তালতলি উপজেলার দক্ষিণ গেন্ডামারা গ্রামের ছানু হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ ভাঙার জন্য অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজে যান দেলোয়ার। কাজ শেষ করে নিচে নামার সময় তিনি পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ফরিদপুর
- শ্রমিক নিহত