ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যানজট

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যানজট

বুধবার সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১৫:৫৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ | ১৬:২৮

শিল্পাঞ্চল আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পাওনা টাকা আদায়ে আজও নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ কর্মসুচি পালন করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে কোভিড-১৯ এর দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, অন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

এ দিন শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ সময় চেয়ে দফায় দফায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এদিকে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করায় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 

লেনী অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক শিল্পী আক্তার জানান, তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়াার আলম জানান, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

×