ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ডে

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ডে

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১৬:২৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ | ১৭:৪৮

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ বুধবার সকাল ১১টায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি একটি মামলায় আদালতে হাজির করা হয় তাকে। আসামির বয়স বিবেচনায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত ও শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আব্দুল আহাদ নামে জনৈক ব্যক্তি ৫৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এক নম্বর আসামি সাবেক এই মন্ত্রী।

এ মামলায় আদালতে হাজিরের উদ্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে আনা হয় সাবেক কৃষিমন্ত্রীকে। বুধবার সকালে তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজবা উর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার শুনানিতে সরকার পক্ষে ছিলেন এপিপি আবু নছর মো. মসহুদ। আসামি পক্ষে ছিলেন নজরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী।

আদালত এ সময় আসামির করা  জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর শিবেন্দ্র রঞ্জন দাশ। 

মৌলভীবাজার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ঢাকার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রীকে তাঁর উত্তরার বাসা থেকে ৩ অক্টোবর রাতে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করার জন্য মৌলভীবাজার কারাগারে আনা হয়।


 

আরও পড়ুন

×