সদরপুরে বিদ্যালয়ের পাশে জুয়ার আসর, আটক ৭

আটক সাত জুয়াড়ি। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ২০:১৭
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় সাত জুয়াড়িকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের পিছনের অজিদ মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, রিপন মাতুব্বর (৩৫), আব্দুর রব মোল্যা (৬০), সেলিম শেখ (২৬), শেখ বজলু (১৫), নূর ইসলাম খান (৫৪), অজিদ মাতুব্বর (৪৫) ও শহিদ মিম (৪৫)। তাদের বাড়ি ভাষানচর ও ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জুয়াড়িদের বিরুদ্ধে সদরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে জুয়াড়িদের কাছ থেকে তাস ও কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পিছনে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।