ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে শিশুর লাশ, পুলিশের ধারণা বলাৎকারের পর হত্যা

মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে শিশুর লাশ, পুলিশের ধারণা বলাৎকারের পর হত্যা

শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মাদ্রাসার সমনে ভিড় করেন স্থানীয়রা। ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ১৯:১১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ | ২০:১২

রংপুর নগরের গণেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে। এ ঘটনায় মাদ্রাসার এক শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদ্রাসার তৃতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র ছিল ও লিল্লাহ বোর্ডিংয়ে (আবাসিক ভবনে) থাকত। গ্রেপ্তার শিক্ষকের নাম আব্দুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বজরুক ঝালাই গ্রামের কাঠমিস্ত্রি মনোয়ার হোসেন ভুট্টুর ছেলে সিয়াম (১০) গত ৭ নভেম্বর ওই মাদ্রাসায় ভর্তি হয়। বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়তে অন্যান্য শিক্ষার্থীরা গেলেও শিশুটি যায়নি। পরে রাত ৯টার দিকে মাদ্রাসার তৃতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে বলাৎকারের পরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান ও এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মাদ্রাসার সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত শাস্তি দাবি করছি। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার থানায় একটি মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×