ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গণহত্যায় জড়িত অভিযোগ তুলে শাস্তি দাবি এসিল্যান্ডের

গণহত্যায় জড়িত অভিযোগ তুলে শাস্তি দাবি এসিল্যান্ডের

ছবি-গুগল ম্যাপ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২৩:৫৩ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ০২:৩৬

জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে সাভার উপজেলা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূরকে প্রত্যাহার ও শাস্তি দাবিতে বিক্ষোভ হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

তারা রাত পৌনে ১০টার দিকে ইউএনও ও ভূমি কর্মকর্তার কার্যালয়ে তালা দেন। রাসেল ইসলাম নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে প্রত্যাহার ও শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন রাসেল ইসলাম। তিনি ঢাকা-আরিচা মহাসড়কে উপস্থিত থেকে পুলিশের সঙ্গে হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন। তাই তাঁকে প্রত্যাহার ও গ্রেপ্তার করতে হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর বলেন, কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানান। রাত পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদ ভবনের ফটক এবং এসিল্যান্ডের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে এলে তারা সেখান থেকে চলে যান।

আরও পড়ুন

×