ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লালমনিরহাট

যাত্রীদের ভাড়ার টাকা আত্মসাৎ, বরখাস্ত দুই ট্রেন অ্যাটেনডেন্ট

যাত্রীদের ভাড়ার টাকা আত্মসাৎ, বরখাস্ত দুই ট্রেন অ্যাটেনডেন্ট

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০৬:১০

বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা টাকা আত্মসাতের অভিযোগে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত চিঠিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত ও কারণ দর্শাতে বলা হয়েছে।

বরখাস্ত দু’জন হলেন সোহেল রানা ও আব্দুর রব রাহাত। তারা লালমনিরহাট ক্যারেজ ডিপোতে কর্মরত। টাকা আত্মসাতের অভিযোগের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এর আগে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, চলন্ত আন্তঃনগর ট্রেনে ইউনিফর্ম পরিহিত দুই অ্যাটেনডেন্ট যাত্রীদের কাছ থেকে দরদাম করে ভাড়া আদায় করছেন। গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এক যাত্রী। ভিডিওটির বিষয়ে বক্তব্য জানতে রোববার রেল কর্মকর্তা তাসরুজ্জামান বাবুর কাছে যান তিন সাংবাদিক। ভিডিও দেখার পর সাংবাদিকদের লাঞ্ছিত করেন ওই কর্মকর্তা। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের রুম থেকে বের করে দেন।

লাঞ্ছনার শিকার এক সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় ও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কথা বলতে গেলে রেল কর্মকর্তা তাসরুজ্জামান বাবু আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তাঁর কক্ষ থেকে আমাদের বের করে দেন।’ 

এ ব্যাপারে কথা বলতে তাসরুজ্জামান বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আব্দুস সালাম জানান, যাত্রীসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের হেনস্তা করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×