ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন ইসকন ভক্তরা। ছবি: সমকাল

যশোর অফিস 

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৯ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২২:২৭

বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ৭৫ জন ভক্ত ভারতে গেছেন।

মঙ্গলবার ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদিন বিকেল সাড়ে ৫টায় তারা ভারতে প্রবেশ করেন।

এর আগে গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেসময় ইমিগ্রেশন থেকে বলা হয়, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।

এদিকে মঙ্গলবার একই চেকপোস্ট দিয়ে ভারত যাওয়া ঢাকার সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন। সেখানে তাদের অন্য কোনো কর্মসূচি নেই।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×