ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে গিয়ে প্রশ্নের মুখে উপদেষ্টা সাখাওয়াত

নারায়ণগঞ্জে গিয়ে প্রশ্নের মুখে উপদেষ্টা সাখাওয়াত

পরিবেশবাদীদের প্রশ্নের মুখে উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৩ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:০১

শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শনে গিয়ে পরিবেশবাদীদের প্রশ্নের মুখে পড়েন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। প্রকল্পটি নিয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। 

মঙ্গলবার দুপুরে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট এলাকায় আসেন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত। প্রকল্প পরিদর্শনের পর ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠার সময় তাঁর সঙ্গে কথা বলেন পরিবেশবিষয়ক সংগঠন ‘শীতলক্ষ্যা পারের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ এর সমন্বয়ক কবি আরিফ বুলবুল। 

তিনি বলেন, এটি একটি অপ্রয়োজনীয় প্রকল্প। এটি করতে গিয়ে প্রচুর গাছ কাটা হয়েছে। আমাদের বলা হয়েছিল, অনেক গাছ লাগানো হবে। কিন্তু একটি গাছও লাগানো হয়নি। পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। অথচ এটি পুরোনো ভবনের জায়গায় করা যেত। তখন উপদেষ্টা বলেন, ‘আপনি কোথায় ছিলেন, যখন এটা হচ্ছিল?’ 

কবি আরিফ বুলবুল তাঁকে বলেন, তখন প্রতিবাদ করেছি। তখন তো আগের সরকার ছিল। তবে এখন তো আর এটা ভেঙে দেওয়া যাবে না। যে ক্ষতিটা হয়েছে, সেটা কীভাবে কমিয়ে আনা যায় সেটা করতে হবে। 

এক পর্যায়ে উপদেষ্টা বলেন, ১৫ বছর কথা বলেননি কেন? এতে পরিবেশবাদীরা সমস্বরে বলেন, ‘নারায়ণগঞ্জবাসী সব সময় কথা বলেছে।’ পরে উপদেষ্টা বিষয়টি যাচাই করে দেখার আশ্বাস দেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন প্রমুখ। 

বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন টার্মিনাল ভবন নির্মাণের শুরু থেকেই পরিবেশবাদীরা এর বিরোধিতা করে আসছেন। প্রকল্পটির জন্য এ পর্যন্ত কয়েকশ পুরোনো গাছ কাটা হয়েছে বলে জানান তারা। 
 

আরও পড়ুন

×