ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৫ আগস্টের পর সব হামলার তথ্য চাইল সনাতনী জাগরণ জোট

৫ আগস্টের পর সব হামলার তথ্য চাইল সনাতনী জাগরণ জোট

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ০০:০৪

গত ৫ আগস্ট সরকার পতনের দিন থেকে যত হামলা হয়েছে তার তথ্য চেয়েছে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলনে থাকা সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ‘ধর্ম অবমাননার’ নামে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তথ্য ও মামলার কপিও চেয়েছে তারা।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে [email protected] এ এসব তথ্য পাঠানোর অনুরোধ করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে এই জোট।

বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা স্বীকার না করে উল্টো এসব ঘটনাকে ‘বানোয়াট ও গল্প’ বলে অতীতের মত বর্তমান সরকারও অস্বীকার করছে।

জোটের নেতারা বলেন, ‘যদি সংখ্যালঘু নির্যাতনই না হয়, তাহলে ৮ দফা মেনে নিতে অসুবিধা কোথায়? সংখ্যালঘু কমিশন করে পেছনের ঘটনাগুলো তদন্ত করলে অসুবিধা কোথায়?’

সরকারের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, ‘আমরাও পারস্পরিক সহাবস্থান চাই। সনাতনীরা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনেও প্রাণ দিয়েছে। আমাদের ত্যাগ নিয়ে আর বৈষম্য করবেন না।’

বিবৃতিতে জোটের সন্তরা অন্তর্বর্তী সরকারের কাছে ৫ অগাস্টের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করে বিচার করার দাবিও জানান।

চিন্ময় কৃষ্ণ দাশের জামিন আবেদন নাকচের পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূতে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ‘অনুতাপের’ কথাও বলা হয় বিবৃতিতে

সনাতনী জোটের নেতারা বলে বলেন, “বিষয়টি নিয়ে আমরাও অনুতপ্ত। কারণ সনাতনীরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচার হউক সেটা আমরা চাই।

আরও পড়ুন

×