ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ সমকাল

 সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ০০:৫৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যালয় ভবনে গার্মেন্ট ভাড়া, এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, ফান্ডের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকসহ জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের অভিযোগ- স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের দাতা সদস্য ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন সময় উন্নয়নের নামে লাখ লাখ টাকা লুটপাট করেছেন। এসব বিষয়ে তারা কেউ সঠিক তথ্য দিতে পারেননি। স্কুলের জন্য জমি কেনার নামে লাখ লাখ টাকা দুর্নীতি করেছেন তারা। 
দশম শ্রেণির শিক্ষার্থী মো. আদনান বলে, গোপন সূত্রে তারা জানতে পারে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে ১০ জন দাতা সদস্যের কাছ থেকে স্কুল ফান্ডের জন্য জনপ্রতি ২ লাখ টাকা করে ২০ লাখ টাকা নেন। কিন্তু এই টাকা থেকে তারা ১৩ লাখ টাকা সরিয়ে ফেলেন। স্কুলের উন্নয়নের জন্য সরকার ২০ লাখ টাকা দিলেও ১০ লাখ টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে, প্রধান শিক্ষক এর সদুত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক ও দাতা সদস্যরা স্কুল ভবনের শ্রেণিকক্ষে পোশাক তৈরির কারখানা (গার্মেন্ট) ভাড়া দিয়েছেন। মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই পোশাক কারখানা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে তারা (প্রধান শিক্ষক, দাতা সদস্য) ভাড়া নিচ্ছেন। কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রেও ছাত্রদের কম্পিউটার শেখানো হয় না, টাকার বিনিময়ে বহিরাগতদের কম্পিউটার শেখানো হয়। এসএসসি ফরম পূরণে বিজ্ঞান শাখায় সরকার নির্ধারিত ২ হাজার ২৪০ টাকার স্থলে নিচ্ছেন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ এবং মানবিক ও কমার্স শাখায় ২ হাজার ১৪০ এর স্থলে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা নিচ্ছেন। 
প্রধান শিক্ষক মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, সব আয়-ব্যয়ের হিসাব তাঁর কাছে রয়েছে। কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি হয়নি। তবে যে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল, তা শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্কুলের সভাপতিকে বলেছেন।

আরও পড়ুন

×