ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবুর, সম্পাদক আলীমুল

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবুর, সম্পাদক আলীমুল

ফাইল ছবি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৩

ঐতিহ্যবাহী হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মজিবুর রহমান মাস্টার এবং সাধারণ সম্পাদক পদে আলীমুল ইসলাম বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মজিবুর রহমান পেয়েছেন ৩৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম চঞ্চল সরকার পেয়েছেন ২২১ ভোট। এছাড়া আরেক প্রার্থী শেখ খালেদ উজ্জামান (আওলিয়া) পেয়েছেন ১১৮ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলীমুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ২৩৯ ভোট। আরেক প্রার্থী রাশেদুর রহমান আকন্দ পেয়েছেন ১৩৭ ভোট।

অন্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে অঞ্জন চন্দ্র সরকার, সুপ্রজিৎ সরকার খোকন, সহ-সম্পাদক পদে মো. সোহেল আল আজাদ,  পাঠাগার সম্পাদক মো. রবিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক মো. আকিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান হেলাল। সদস্য নির্বাচিত হয়েছেন নাঈম আহমেদ, মেহেদী হাসান দুলা, মিসেস হোসনে আরা নিলু। 

শুক্রবার সকাল ৮টা থেকে পাঠাগারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২২ জন। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই ৩ পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক প্রার্থী মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি প্রার্থী অঞ্জন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক প্রার্থী মো. আলীমুল ইসলাম, সহ-সভাপতি প্রার্থী সুপ্রজিৎ সরকার খোকন, সভাপতি প্রার্থী শেখ খালেদ উজ্জামান (আওলিয়া), সভাপতি প্রার্থী মো. মজিবুর রহমান (মাস্টার), সভাপতি প্রার্থী কে এম তারিকুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি প্রার্থী একে এম মাজহারুল আনোয়ার শামীম ও সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক রাশেদুর রহমান আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা গেছে, স্বাধীনতার পর ১৯৭৩ সালে গঠিত হয় সাধারণ পাঠাগার। দীর্ঘ ৪ যুগের ঐতিহ্যবাহী এই পাঠাগার বহু চড়াই উতরাই পেরিয়ে হালুয়াঘাটের সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে সুনামের সঙ্গে ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন

×