‘শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখতে ভারত ১৮ কোটি মানুষের সঙ্গে দুশমনি করছে’

ছবি: সমকাল
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৭
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ভারত শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখতে গিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সঙ্গে দুশমনি করছে। তবে বাংলাদেশ অন্য কোনো দেশ কিংবা শক্তির কাছে মাথা নত করবে না।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
উপজেলার ঘোড়দৌড় বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের আঙিনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সহকারী পিপি ওয়াহিদুজ্জামান টিটু, উপজেলা বিএনপির সদস্য মহসীন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
- বিষয় :
- বিএনপি
- লৌহজং
- মুন্সীগঞ্জ