ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নবীগঞ্জে বাসচাপায় দুজনের মৃত্যু, আহত ১০

নবীগঞ্জে বাসচাপায় দুজনের মৃত্যু, আহত ১০

ছবি: সংগৃহীত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১১:৫১ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১১:৫৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে অতিরিক্ত কুয়াশার মধ্যে সড়ক দেখা যাচ্ছিল না। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা দুই পুরুষ নিহত হন।

এ ঘটনায় আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

আরও পড়ুন

×