ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালে স্পিডবোট দুর্ঘটনা: আরও ৩ মরদেহ উদ্ধার

বরিশালে স্পিডবোট দুর্ঘটনা: আরও ৩ মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:০১

বরিশালে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের তিনদিন পর নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- স্পিডবোট চালক আল আমিন (২৩), যাত্রী ইমরান হোসেন ইমন (২৯) ও রাসেল আমিন (২৪)। 

রোববার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় মরদেহ তিনটি ভেসে ওঠে। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনও সজল দাস (৩০) নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, আল আমিন ভোলা সদরের ভেদুরিয়ার উত্তরচর এলাকার মো. সিদ্দিকের ছেলে, ইমরান হোসেন ইমন ভোলা সদরের ধনিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে এবং রাসেল আমিন পটুয়াখালী কলাপাড়া উপজেলার নেওয়াপাড়া এলাকার আজগর আলী হাওলাদারের ছেলে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলে প্রবেশমুখে জনতার হাট এলাকায় স্পিডবোটের দুর্ঘটনা ঘটে। এর পরপরই জালিস মাহমুদ (৫০) নামের এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। রোববার আরও তিনজনের মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা চারজনে উন্নীত হলো। 

আরও পড়ুন

×