ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছবি তুলতে যাওয়াই ‘কাল’ হলো কলেজছাত্র আবিরের

ছবি তুলতে যাওয়াই ‘কাল’ হলো কলেজছাত্র আবিরের

কলেজছাত্র আবির হাসান হিরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:১০

নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র সদর উপজেলার চরবাড়িয়ার ভাঙ্গারপড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল আবির হাসান হিরা। নদীর ভাঙ্গনরোধী ব্লকের ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় পা পিছলে কীর্তনখোলায় পড়ে যায় সে। সেই ছবি তুলতে যাওয়াই ‘কাল’ হলো।

দুর্ঘটনার পর ১৭ মিনিটের তল্লাশিতে হিরার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হিরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে এবং বরিশাল নগরে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বরিশাল সদর নৌ পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার জানান, হিরার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×