ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে

৮ বছর পর নাম ফিরে পেল ‘জিয়া অডিটোরিয়াম’

৮ বছর পর নাম ফিরে পেল ‘জিয়া অডিটোরিয়াম’

জিয়া অডিটোরিয়াম। ছবি: সমকাল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২০:৫০

কুমিল্লা  ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়াম থেকে জিয়া নামটি মুছে ফেলা হয়েছিল। এ ঘটনা প্রায় ৮ বছর আগের। আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দাবি উঠে আগের নামটি প্রতিস্থাপনের। 

রোববার কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে অডিটোরিয়ামের নাম পূর্বের মতই লেখা হয়। পূর্বের নাম ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত ছাত্রদলের নেতাকর্মীরা। 

কলেজ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৬ মার্চ জিয়া অডিটোরিয়াম উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালে কলেজের জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তন করা হয়। কোনো প্রজ্ঞাপন বা নোটিশ ছাড়াই নামকরণ করা হয় কলেজ অডিটোরিয়াম নামে। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অডিটোরিয়ামের নাম পূর্বের নাম প্রতিস্থাপনের দাবি করেন ছাত্রদল নেতারা।

ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের ২০১৬ সালের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কাজী জুবায়ের আলম জিলানী বলেন, কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তন করেন। আমরা ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া কলেজের বর্তমান প্রশাসনকে যারা কলেজের অডিটরিয়ামের নামটি ফেরত দিয়েছেন।

কলেজের বর্তমান অধ্যক্ষ আবুল বাশার ভূঞা বলেন, এটির পূর্বে যে নাম ছিল আমরা সেটি নিয়েই কাজ করেছি। আমি একজন শিক্ষককে অডিটোরিয়ামের নামটি পূর্বে যা ছিল তা লেখার জন্য দায়িত্ব দিয়েছিলাম। ভিক্টোরিয়া কলেজ তার ঐতিহ্য ধরে রাখুক সেটাই প্রত্যাশা।

আরও পড়ুন

×