ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশের আম্পায়ারের মরদেহ হস্তান্তর

তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশের আম্পায়ারের মরদেহ হস্তান্তর

ছবি: সমকাল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২১:৫৯ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৫১

ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল (৫২)।

আজ সোমবার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন খেলায় আম্পায়ারিংয়ের জন্য গিয়েছিলেন নাজিব ইসমাইল রাসেল। ওইদিন তিনি সেখানকার একটি হোটেলে থাকেন।

আয়োজকরা তার হোটেলে গিয়ে তাকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাচ্ছিল না। পরে দরজা ভাঙা হলে দেখা যায়, তার নিথর দেহ পড়ে আছে।

ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে নাজিব ইসমাইল মারা গেছেন।

মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মরদেহটি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি, বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এসময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) শামীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। প্রতি মাসেই বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি।

আরও পড়ুন

×