ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেট সীমান্তে এক সপ্তাহে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য ‍উদ্ধার

সিলেট সীমান্তে এক সপ্তাহে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য ‍উদ্ধার

গত দুই দিনে মহিষসহ এক কোটি ৩৫ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫৫

সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় চোরাচালান রোধ করা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই বিজিবি উদ্ধার করছে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য। পাশাপাশি থানা ও ডিবি পুলিশও মাঝেমধ্যে অভিযান করে চোরাচালানী পণ্য উদ্ধার করছে।

তবে গত এক সপ্তাহে শুধু ৪৮ বিজিবি উদ্ধার করেছে ভারতীয় সাড়ে ৫ কোটি টাকার পণ্য। সর্বশেষ গত দুই দিনে মহিষসহ এক কোটি ৩৫ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়। 

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, তাদের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, পান্থুমাই, ডিবিরহাওর, সোনারহাট, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, লবিয়া, সোনালীচেলা, নোয়াকোট সীমান্ত থেকে দুই দিনে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ১১টি মহিষসহ রয়েছে চিনি, গরু, শীতের কম্বল, সাবান, চা-পাতা, চকলেট, শুকনা সুপারি, পান, ফুচকা ও মাদকদ্রব্য। এছাড়া একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন ও শিং মাছ আটক করা হয়, যার বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। 

এর আগে বিজিবি ৪৮ তার আওতাধীন এলাকা থেকে গত মঙ্গল ও বুধবার এক কোটি ৭১ হাজার টাকা, গত সোমবার ১ কোটি ৫০ লাখ টাকা ও গত ৮ ডিসেম্বর ৯৭ লাখ ৪৮ হাজার টাকার পণ্য উদ্ধার করা হয়। ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে বলে জানান।

আরও পড়ুন

×