ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন

বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন

হামলায় ক্ষতিগ্রস্ত ঘরের ছবি- সমকাল

শৈলকুপা (ঝিনইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪১

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন নারীসহ ২৫ জন। এ সময় ৩০টি বাড়ি ভাঙচুর ও একটি গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে শৈলকুপা পৌর এলাকার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সাতগাছী মসজিদে প্রতি শুক্রবার আজানের আগে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্যা কিছু কথা বলেন। সেই কথার মধ্যে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যার নাতির সুন্নতে খৎনার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন। এর প্রতিবাদ জানান মতলেব। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন তানজু (৩৫), সম্পা খাতুন (৩০), বশির মোল্যা (৪০), জাফর মোল্যা (৩০), রূপচাঁদ (৩৫) জামেলা (৬৫), রোকনুজ্জামান (৩৫), সুজন (৩৫), আমিরুল (২৫), সাগর (২৭), সাহেব আলী (৫০), আক্তার হোসেন (২৫), আকবর আলী শেখ (৬০), আব্দুল হাকিম (৭৫), রাশেদ আলীসহ (২৫) ২৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মতলেব ও হাকিমের সমর্থকরা দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কোরবান আলী, শুকুর আলী, এরশাদ আলী, দুলাল, রজব আলী, আজিবর রহমান, তৈমুর মোল্যা, কাদের মোল্যা, জালাল মেল্যা, জান্নাত আলী, ফিরোজ, বাবু, মিলন, সিদ্দিক শেখ, নাজির আলীসহ ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার সময় কাশেম নামের এক ব্যক্তি প্রতিপক্ষের বিরুদ্ধে তার গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ করেন। তবে ঘটনাটি সাজানো বলে জানায় পুলিশ। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, আগুনের ঘটনাটি সাজানো। মামলা করার জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়েছে।

ওসি আরও বলেন, সাতগাছী গ্রামে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শনিবার কিছু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাতগাছী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×