ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল গ্রেপ্তার 

ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল গ্রেপ্তার 

ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলাম

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ০৯:৫২

নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। তবিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুইবারের উপজেলা চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলার কুটিরডাঙ্গা এলাকায় জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে মামলায় আরও অজ্ঞাত ৩০০ জনকে অভিযুক্ত করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, তবিবুল ইসলামকে ডিমলা উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় ভূমি দখল করে বালু উত্তোলন, চাঁদাবাজি ও হামলা করে হত্যার চেষ্টা এবং কৃষকদের আহত করা ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×