ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিক্সনের সহযোগী আহাদ গ্রেপ্তার

নিক্সনের সহযোগী আহাদ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২১:৩০

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে বালু লুট সিন্ডিকেটের গডফাদার ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী আহাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আহাদ ওই ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত কুদ্দুস খানের ছেলে।

জানা যায়, আহাদ ২০১৪ সাল থেকে সাবেক সংসদ সদস্য নিক্সনের সহযোগী ছিলেন। তিনি নিক্সনের ছত্রছায়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি থেকে রাতারাতি কোটিপতি বনে যান। আহাদ বালু ব্যবসার পাশাপাশি জমি দখল, চাঁদাবাজি ও মাদক কারবারেও জড়িত ছিলেন অভিযোগ স্থানীয়দের।

সদরপুর থানার ওসি মোতালেব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চন্দ্রপাড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আহাদের বিরুদ্ধে থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×