ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার সোহেল রানা খোকন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:২০

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

সাঁথিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সাঁথিয়া বাজারে আব্দুল মতিনের
একটি মুদি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি গত ৫ অক্টোবর সাঁথিয়া থানায় মামলা করেন। 

ওসি সাইদুর রহমান বলেন, আব্দুল মতিনের করা দোকান ভাঙচুরের মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে পাবনা আদালতে পাঠানো হবে।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

সাঁথিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সাঁথিয়া বাজারে আব্দুল মতিনের একটি মুদি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি গত ৫ অক্টোবর সাঁথিয়া থানায় মামলা করেন। 

ওসি সাইদুর রহমান বলেন, আব্দুল মতিনের করা মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে পাবনা আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×