এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নিয়ে এবার চসিক মেয়রের আপত্তি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ২১:১৩
বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পটি নির্মাণ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে যানজট নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, র্যাম্পটি এক ব্যক্তির লাভের জন্য নির্মাণ করা হচ্ছে।
এর আগে ২৮ অক্টোবর নাগরিক সমাজ ও নগর পরিকল্পনাবিদদের আপত্তির মুখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছয়টি র্যাম্প বাদ দেয় সিডিএ। এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে ১৫টি র্যাম্প নির্মাণের কথা ছিল।
সভায় মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমি মেয়র হিসেবে স্ট্রংলি বলতে চাই, বাওয়া স্কুলের সামনে র্যাম্প হতে দেওয়া যাবে না। আমি সিডিএর চেয়ারম্যানকে বলেছি। নগর পরিকল্পনা নিয়ে যারা ভাবেন, তারাও এ র্যাম্পের বিরুদ্ধে। এ নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এক ব্যক্তির লাভের জন্য আমরা সিটিতে যানজট করতে পারি না।’
তিনি বলেন, ‘এটা ওই সময়কার এক ব্যবসায়ীকে খুশি করতে, তার হোটেলের ব্যবসা ভালো হওয়ার জন্য করা হয়। তার হোটেলের যাত্রীরা যাতে দ্রুত বিমানবন্দরে যেতে পারেন, সেজন্য করা হচ্ছে। আমি পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সামনে স্পষ্ট বলেছি, হোটেল দ্য পেনিনসুলার যে মালিক, তাকে খুশি করার জন্য কাজটি করা হয়েছে। এটা জনগণের স্বার্থের বিরুদ্ধে।’
নগরের জিইসি মোড়ের দ্য পেনিনসুলা হোটেলের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েরও মন্ত্রী ছিলেন।