নামাজ পড়াতে বের হয়েছিলেন হাবিব, ফিরলেন লাশ হয়ে

প্রতীকী ছবি।
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৯:১১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৯:১২
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বালু-ভর্তি ট্রাকের ধাক্কায় হাফেজ হাবিবুর রহমান হাবিব (৩২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ শালচূড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের ডাকাবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে হাবিবুর রহমান ফজরের নামাজ পড়ানোর জন্য বের হন। মসজিদে যাওয়ার পথে একটি চোরাই বালু-বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পারিবারিক আপত্তি না থাকায় অনুমতি নিয়ে সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- ইমাম হত্যা
- শেরপুর
- ঝিনাইগাতী