নওগাঁয় ট্রাকচাপায় আদিবাসী নারী নিহত

প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ২০:৩৩
নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকের চাপায় শুক বালা (৫০) নামে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠির নারীর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রসরাইগাছি-গাংগুরিয়া সড়কের দিঘীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুক বালা উপজেলার ঘাটনগর কাচারীপাড়া গ্রামের শ্রী খুদুস রদারের স্ত্রী।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ওই নারী উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের তাঁতীপাড়ায় জামাইয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে নিজ বাড়ি আসছিলেন। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে তিনি ভ্যান থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।
ওসি বলেন, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।