ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছেলে হত্যার বিচার চেয়ে কাঁদলেন দুই বাবা

ছেলে হত্যার বিচার চেয়ে কাঁদলেন দুই বাবা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শুক্রবার ছেলে হত্যার বিচার চেয়ে কাঁদেন বাবা এজাবুল হক সমকাল

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোড়া খুনে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার দুই কিশোরের বাবা ছেলে হত্যার বিচার চেয়ে নিজে অঝোরে কেঁদেছেন। চোখের পানি আটকে রাখতে পারেননি অন্যরাও। 
গতকাল শুক্রবার স্বজন ও খোলসীবাসীর ব্যানারে উপজেলার মল্লিকপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর রায়হান আলী ও মাসুদ রানার হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনের নামসহ ছবি সাঁটিয়ে ব্যানার তৈরি করে তাদের শাস্তি দাবি জানান তারা। এক পর্যায়ে গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেন। ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি শাহীনকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
কিশোর রায়হানের ভাই আলী আকবর বলেন, তাঁর ভাই রাজনীতির কিছু বোঝেন না। পঞ্চম শ্রেণিতে পড়া নিষ্পাপ ভাইটিকে তারা হত্যার পর প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাদের স্বজনরা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। প্রশাসনকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের ভাষ্য, হত্যাকাণ্ডের তিন দিন পর হলেও মূল আসামিদের ধরতে না পারা রহস্যজনক। খোলসী গ্রামের সবুজ আলী বলেন, গ্রেপ্তার দু’জনকে রিমান্ডে নিলে অন্তত ২০ জনের নাম বের হবে। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে।
হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানার বাবা এজাবুল হক ও রায়হানের বাবা মানববন্ধনে ছেলে হত্যার বিচার চেয়ে আর কিছু বলতে পারেননি। তারা হাউমাউ করে কেঁদে ফেলেন। 
জেলার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, তাদের কষ্ট থাকার কারণে সময় বেঁধে দিচ্ছে। কিন্তু সময় বেঁধে কাজ হয় না। অভিযুক্তদের পেলে গ্রেপ্তার করা হবে। তাদের সবার পরিচয় পুলিশ জানে এবং গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

×