ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উপদেষ্টা ফাওজুল কবির খান

২৪-এর ছাত্র-জনতা ছাড়া অন্য কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নেই

২৪-এর ছাত্র-জনতা ছাড়া অন্য কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নেই

ছবি: সমকাল

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৬

আমরা কোনও রাজনৈতিক সরকার নই। আমরা দায়িত্ব পালন করছি। রাজনৈতিক সরকার যেটা করে গেছে সেটা আমরা করবো না। আমরা যে উন্নয়ন করব সেটা জনগণের কাজে লাগতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ছাড়া অন্য কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নেই।

শনিবার সকালে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের অলওয়েদার রাস্তা পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও  খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।

তিনি আরও বলেন, হাওড়ের এ অলওয়েদার সড়কটি ঠিক রেখে হাওড়ের জনসাধারণের জন্য জেলা সদর ও পার্শ্ববর্তী সিলেটের হবিগঞ্জের আজমিরীগঞ্জের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যার পানি দ্রুত নিষ্কাশনে নদী ড্রেজিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী, ইটনা ইউএনও ভারপ্রাপ্ত আবু বকর সিদ্দিক, অষ্টগ্রাম ইউএনও দিলশাদ জাহান, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, জামায়াতের আমির আবুল হোসাইনসহ অনেকে।

আরও পড়ুন

×