ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি: সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১১:৩৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ১১:৫২
ঘন কুশায়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে আজ রোববার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ ছিল। অর্থাৎ তিন ঘণ্টা পর চালু হয় সব নৌযান।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা যায়, আজ রোববার ভোর ৫টা থেকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম নাছির উদ্দিন বলেন, আজ রোববার ভোর ৫টা থেকে আজ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা ফেরিসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।