ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৪

নীলফামারীর ডোমার উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার উপজেলার মটুকপুর ইউনিয়নের মেম্বারপাড়া ফরেস্ট এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়। গৃহবধূ ভরসা আক্তার (২৭) উপজেলার মেলাপাঙ্গা এলাকার দুলু মিয়ার মেয়ে। তিনি ডিমলা উপজেলার নাউতারা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। তবে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল ছিল। দুই মাস আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন ভরসা। শুক্রবার তাঁকে নিতে আসেন স্বামী। এদিন রাতেও তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রাগের মাথায় তাঁকে তালাক দেওয়ার কথা বলেন। এ কথা শুনে রাতেই বাড়ি থেকে বের হয়ে যান তিনি।

গৃহবধূর বাবা দুলু মিয়ার ভাষ্য, ছয় বছর আগে সাদ্দামের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। এক বছর ধরে মেয়ে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার তাঁকে নিতে সাদ্দাম তাঁর বাড়ি আসেন। এদিন সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে উঠে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে শুনতে পান, ফরেস্ট এলাকায় একটি মেয়ে আত্মহত্যা করেছে। সেখানে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় পান।

এ বিষয়ে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


 

আরও পড়ুন

×