ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেছো বিড়ালের মুখে সিগারেট-গলায় ফুলের মালা, ভিডিও ভাইরাল

মেছো বিড়ালের মুখে সিগারেট-গলায় ফুলের মালা, ভিডিও ভাইরাল

মেছো বাঘ। ফাইল ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৩

ঝিনাইদহের কালিগঞ্জে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোশারেফ হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শনিবার কালীগঞ্জ থানায় মামলা করেন যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম। 

গ্রেপ্তার জাহিদুল অটোরিকশাচালক এবং মোশারফ হোসেন উপজেলার নলডাঙ্গা বাজারের অটোরিকশা স্ট্যান্ডে কর্মরত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর বিকালে কালীগঞ্জ- নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থান থেকে জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল ধরেন। এরপর তিনি কয়েকজনের সহায়তায় বিড়ালটিকে পিটিয়ে হত্যার পর নলডাঙ্গা বাজারের ইজিবাইক স্টান্ডে নিয়ে যান। পরে জাহিদুল মৃত মেছো বিড়ালটির মুখে সিগারেট, গলায় ফুলের মালা এবং ব্যানারে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য লিখে অটোরিকশায় ঝুলিয়ে রেখে ছবি ও ভিডিও করে সেটা ফেসবুকে পোস্ট দেন। এ দৃশ্যর ছবি ও ভিডিও করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। 

বিষয়টি নজরে আসলে বন বিভাগের ঝিনাইদহ ও যশোর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। বন কর্মকর্তারা সরেজমিনে যাচাই-বাছাই ও তদন্ত শেষে কালীগঞ্জ থানায় জাহিদুল ও মোশারেফের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১৫ জনকে আসামি মামলা দায়ের করেন। 

তবে স্থানীয় কয়েকজনের ভাষ্য, চলন্ত যানবাহনে ধাক্কা লেগেই মেছো বিড়ালটির মৃত্যু হয়। পরে একজন অটোরিকশাচালক তার অটোরিকশায় করে বাজারে নিয়ে আসে। এলাকার কিশোর-তরুণরা ছেলেরা মৃত মেছো বিড়ালকে সাজিয়ে ছবি ও ভিডিও ভাইরাল করার জন্যই ফেসবুকে পোষ্ট দিয়েছিল। 

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোফাজ্জেল হক বলেন, এ মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×