মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক কারবারির থেকে নিলেন উপহার

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ২০:০৬
একাধিক মামলার আসামি ও চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শীর্ষ মাদক কারবারির কাছ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই সদস্যের উপহার গ্রহণের ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
ফেসবুকে ভাইরাল হওয়া দু’টি ছবিতে দেখা যায়, ৪-৫টি মাদক মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরবাগডাঙ্গা এলাকার অন্যতম শীর্ষ হেরোইন কারবারি মিজানুর রহমান ওরফে মিজানের কাছ থেকে উপহার গ্রহণ করছেন ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এসআই আসাদুর রহমান ও সিপাই আরিফুল ইসলাম। লাল প্যাকেটে মোড়ানো উপহার নেওয়ার ছবি তোলা হয়েছে মিজানের ব্যবসা প্রতিষ্ঠানেই। তবে ছবিটি কতদিন আগের তোলা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ডিএনসির এসআই আসাদুর রহমানের সঙ্গে তোলা ছবিতে পাশের চেয়ারে বসে থাকতে দেখা যায় এক পুলিশ সদস্যকে। তবে সেই পুলিশ সদস্যের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সচেতন মহল ডিএনসির দুই সদস্যকে দ্রুত প্রত্যাহার করার দাবি তুলেছেন। কলেজ শিক্ষক আব্দুল মতিন বলেন, মাদক নির্মূলের জন্য সরকারের বিশেষ একটি সংস্থা ডিএনসি। অথচ তারাই যদি এমন গর্হিত কাজে লিপ্ত হয়, তাহলে দেশের অবস্থা আরও খারাপ হবে।
অভিযুক্ত এসআই আসাদুর রহমান বলেন, মিজানের নামে মাদক মামলা রয়েছে তা জানা নেই। মিজানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম। এর সুবাদেই সেই ব্যবসায় প্রতিষ্ঠানের নাম সংবলিত একটি মগ উপহার দেয় আমাকে।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান। এ বিষয়ে ডিএনসির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, জেলায় কর্মরত থাকাকালে মিজানের নামে নিজেই হেরোইন ও ইয়াবার দু’টি মামলা করেছিলাম।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ বছর ধরে হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত মিজা। বর্তমানে তার ৭-৮ জন মাদক বহনকারীসহ শক্তিশালী একটি চক্র একাজে নিয়োজিত রয়েছে। সদর থানায় তার বিরুদ্ধে অন্তত তিনটি মাদক মামলা রয়েছে। তাছাড়া চলতি মাসে মিজানের বিরুদ্ধে রাজশাহী দুদকে অভিযোগ পড়েছে। সেখানে তার নামে সদর থানায় ৫টি মামলা থাকার তথ্য রয়েছে।