ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ওবায়েদ উল্লাহ

রাঙামাটি অফিস ও কাপ্তাই প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:২১

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় ওবায়েদ উল্লাহ (৪৩) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ২নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওবায়েদ উল্লাহ রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে স্হানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের পর নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে হত্যা মামলা হবে।

আরও পড়ুন

×