তালাবদ্ধ কক্ষে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ, কর্মচারী পলাতক

প্রতীকী ছবি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ০০:৪২
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে দিঘীরপাড় এলাকার শাহী হালুয়া-পরোটা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ইলিয়টগঞ্জ ভীরতলা গ্রামের আ. রাজ্জাক মিয়ার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাহাদাৎ হোসেন রনি চাঁদপুরের মতলব উপজেলার ফরাজীকান্দি গ্রামের আছলামের ছেলে।
স্থানীয়রা জানান, ইলিয়টগঞ্জ বাজারে এবং মহাসড়কে ভ্যানে করে শাহী হালুয়া-পরোটা বিক্রি করতেন শাহাদাৎ হোসেন রনি নামে এক হকার। নিহত শাহাদাৎ হোসেন রনি এবং তাঁর কর্মচারী রনি ভীরতলা গ্রামে আ. রাজ্জাক মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। চার দিন কক্ষটি তালাবদ্ধ ছিল। বুধবার সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের মালিক আ. রাজ্জাক স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজার তালা ভেঙে কক্ষ থেকে শাহাদাতের লাশ উদ্ধার করে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, কর্মচারী রনি পলাতক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য জানা যাবে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- দাউদকান্দি
- লাশ উদ্ধার