ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পর্নোগ্রাফি চক্রের ফাঁদে লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী

পর্নোগ্রাফি চক্রের ফাঁদে লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী

পর্নোগ্রাফি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩১

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রী পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে ১২ লাখ টাকা খুইয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ এ চক্রের দুই সদস্যকে আটক করেছে। তারা হলো আলফাডাঙ্গার সিকিপাড়া গ্রামের কাকলী বেগম ও কাশিয়ানীর আদর্শ গ্রামের তানিয়া খানম।

জানা যায়, গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের প্রবাসীর স্ত্রী ও আটক তানিয়া খানম সম্পর্কে বিয়াইন। উভয় পরিবারের মধ্যে যাতায়াত ছিল। এ সুযোগে তানিয়া ওই নারীর শ্বশুরবাড়ি এসে মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ভিডিও নিয়ে সুপার এডিট করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ১১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। বর্তমানে সে আরও ১০ লাখ টাকা দাবি করে। বাধ্য হয়ে ওই নারী ৬ জনের নামে মামলা করেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক শামীম দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা থেকে প্রতারক দুই নারীকে আটক করে। 

এ চক্রের আরও ৪ সদস্য হলো– গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সেলিম খান ওরফে সুমন শিকদার, তার স্ত্রী ফারজানা বেগম, নয়নীপাড়া গ্রামের মুজাহিদ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের বদিউল আলম তুহিন। 

উপপরিদর্শক মো. শামীম দেওয়ান সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকার যাত্রাবাড়ীর রোজ ভ্যালি গার্ডেন থেকে প্রতারক চক্রের দু’জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
 

আরও পড়ুন

×