আড়াইহাজার
ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, নারী আহত

বিল্লাল হোসেন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১১:২১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাভলী আক্তার (২৫) নামে একজন নারীকে আটক করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিল্লাল উপজেলার নারান্দী এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে। আটক লাভলী উপজেলার তিলচন্দী গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ডাকাত দল হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকায় জাকির নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কাহিন্দী সড়ক দিয়ে ওয়াজ মাহফিল থেকে আসা লোকজন ওই বাড়ির পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। লোকজন দেখে ডাকাত দল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন বের হয়ে বিল্লালকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। সেখানে তাদের সঙ্গে থাকা লাভলী নামে এক নারীকেও আটক করে পিটুনি দেওয়া হয়।’
খবর পেয়ে আড়াইহাজার জোনের সার্কেল মেহেদী ইসলাম, থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। লাভলীকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আড়াইহাজার ওসি এনায়েত হোসেন জানান, কাহিন্দী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বিল্লাল নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।