ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাছ নিয়ে বিরোধে প্রবাসী খুন, দু’জন গ্রেপ্তার

গাছ নিয়ে বিরোধে প্রবাসী খুন, দু’জন গ্রেপ্তার

প্রতীকী ছবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ০৩:১৬

কাপাসিয়ায় জমির সীমানায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাই-ভাতিজার হাতে প্রবাসী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে টোক ইউনিয়নের টোক নগর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত একেএম আবু তাহের (৫৬) মালয়েশিয়া প্রবাসী। তার স্ত্রী সালমা বেগম বলেন, আবু তাহের ও আবুল কাশেমের মাঝে সীমানায় লাগানো একটি বেলজিয়াম গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে কাপাসিয়া থানায় অভিযোগ দেন আবু তাহের। এরপর শুক্রবার সকালে তার দেবর আবুল কাশেম সীমানায় থাকা বিরোধপূর্ণ গাছটি কাটছিলেন। এ সময় তার স্বামী বাধা দিলে আবুল কাশেম ও তার ছেলে পারভেজ লাঠি দিয়ে তার স্বামীকে মারধর করেন। এক পর্যায়ে তার স্বামী মাটিতে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধে খুনের ঘটনায় আবুল কাশেম ও তার স্ত্রী পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×