ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশে ফিরেছেন কায়কোবাদ, বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মী

দেশে ফিরেছেন কায়কোবাদ, বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মী

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩:২৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪:৫১

প্রবাস জীবনের ইতি টেনে প্রায় এক যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে পাঁচবার সংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

শনিবার দুপুরে তিনি দেশে ফেরেন বলে দলীয় ও পরিবার সূত্র জানিয়েছে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির এই নেতা। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছিলেন তিনি।

জানা গেছে, সৌদি আরব থেকে শনিবার দুপুরে বাংলাদেশে নেমে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারে জন্মভূমি কুমিল্লার মুরাদনগর উপজেলায় যাওয়ার কথা রয়েছে তাঁর। এই বিএনপি নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা গেছে।

এর আগে সাবেক এই এমপির মুরাদনগর সদরের বাড়িতে শুক্রবার সচেতন নাগরিকদের আয়োজনে প্রস্তুতি সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভার বক্তব্যে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হারুন রশিদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় কাজী কায়কোবাদের নাম যুক্ত করা হয়। উচ্চ আদালত এই মামলায় তাঁকে নির্দোষ প্রমাণ করেছেন।

আরও পড়ুন

×