খুলনা তাবলীগ মসজিদে সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি

ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:২৪
খুলনার নিরালা মোড়ে তাবলীগের মারকায মসজিদে সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আলেমসহ ও মুসল্লীদের একাংশ। শনিবার তাবলীগ মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে মারকায উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া বলেন, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে সরকারি সিদ্ধান্ত ও সমন্বয়কদের পরামর্শ উপেক্ষা করে টঙ্গি ময়দানে নামাজরত ও ঘুমন্ত মুসাল্লিদের উপর অতর্কিত হামলা করে সাদ (মাওলানা সাদ কান্ধলভী) অনুসারিরা। এ ঘটনার পরে বাংলাদেশের তাবলীগের মারকায কারকরাইল মসজিদে সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। একই ধারাবাহিকতায় খুলনায় তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে। খুলনা মারকাজ মসজিদের আশেপাশে তারা যেনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছেন তারা।
আবদুল্লাহ ইয়াহিয়া আরো বলেন, ‘আমরা জানতাম এই গ্রুপ দিল্লির সাদের অনুসারী। কিন্তু এখন দেখছি তারা শুধু সাদ নয় তারা দিল্লির মোদির (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) অনুসারী। দেশকে অকার্যকর করার জন্য তারা ষড়যন্ত্র করছে।’