ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উখিয়ায় তরুণকে পিটিয়ে হত্যা, লাশ ফেলা হলো বিলে

উখিয়ায় তরুণকে পিটিয়ে হত্যা, লাশ ফেলা হলো বিলে

ছবি: প্রতীকী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২০:৫৪

কক্সবাজারের উখিয়ায় এক তরুণকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার পুটিবুনিয়া এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে মোহাম্মদ আরাফাতকে হত্যার পর শনিবার মধ্যরাতে লাশ একটি বিলে ফেলে দেওয়া হয়। 

আরাফাতের ভাই জয়নাল আবেদীন জানান, শনিবার দুপুরে স্থানীয় যুবক জাহেদ, সাহাব উদ্দিনসহ কয়েকজন আরাফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। মোবাইল ফোন চুরির অভিযোগে তাকে কয়েক দফা মারধর করে। রাতে তাকে পুটিবুনিয়া এলাকার বিলে ফেলে চলে যায়। খবর পেয়ে স্বজনরা আরাফাতকে একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন জানান, আরাফাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে, চুরির অভিযোগে প্রতিপক্ষ মারধর করায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


 

আরও পড়ুন

×