রূপগঞ্জে বৈষম্যবিরোধীদের অফিসে আগুন, জড়িতরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ

সংবাদ সম্মেলনে কথা বলছেন সমন্বয়ক জিদান মোল্লা। ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২১:১৫
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার একদিন অতিবাহিত হলেও জড়িতদের কেউ শনাক্ত হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা অগ্নিকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরা জড়িত বলে দাবি করেন।
এর আগে শনিবার রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
রোববার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রূপগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্থানীয় প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (পিএবি) সভাপতি জিদান মোল্লা বলেন, কার্যালয়ে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার সঙ্গে পতিত সরকারের স্থানীয় দোসররাই জড়িত।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে ফ্যাসিস্টদের দোসররা আমাদের হুমকি দিয়েছে। আমরা মনে করি এরই ধারাবাহিকতায় এই আগুন লাগানো হয়েছে। এ সময় রূপগঞ্জের মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, তারাবো শিল্পাঞ্চলে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপন করা দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিএবির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহ-সভাপতি সজীব মিয়া, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলিমুল ইসলাম সিফাত, নাজমুল ইসলাম প্রমুখ।
শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত (পিএবি) অফিসে আগুন দেয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ডেস্ক, কম্পিউটার, সিলিং ফ্যান, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ ১৫ হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলের কাছাকাছি কোনো সিসি ক্যামেরা নেই। তাই ম্যানুয়াল সোর্সের ওপর ভিত্তি করে তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
- বিষয় :
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- নারায়নগঞ্জ