ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না’

‘চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না’

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম.খালিদ হোসেন। ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ০৪:১৮

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম.খালিদ হোসেন বলেছেন, ‘চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠানো উচিত নয়। সমাজে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আগামীতে এ দেশে দিনের আলোয় নির্বাচন হবে, যখন নির্বাচন হবে তখন আপনারা দিনে আলোতেই ভোট দেবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। দয়া করে কোনো চোর, বাটপার, ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।

তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের খোঁচায় চুরি করে। টাকা ছাড়া এ দেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল, একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে আমাদের ক্ষমতায় থাকতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা এসবের আমুল পরিবর্তন আনতে চাই। 

ওয়াজ মাহফিলে আরও বক্তৃতা করেন- বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মজিবুর রহমান, সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

×