ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার, যুবক গ্রেপ্তার 

ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার, যুবক গ্রেপ্তার 

ছবি: সমকাল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৯:১২

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। যুবকের বাড়ি উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামে।

পুলিশ বলছে, ওই যুবক ইসলাম ধর্ম এবং মুসলিমদের নিয়ে বিদ্বেষ ও উস্কানিমূলক পোস্ট শেয়ার করেন। এতে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেন। দেখা দেয় আইনশৃঙ্খলার অবণতি। এ প্রেক্ষাপটে যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় পুলিশ সাইবার নিরাপত্তা ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে।

আরও পড়ুন

×