ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যারা মানুষের বুকে গুলি করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে: শামা ওবায়েদ

যারা মানুষের বুকে গুলি করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ২২:৩৯

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। যেখানে কেউ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে, আর কেউ তিনবেলা খেতে পারবে না, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না।

সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরকান্দা উপজেলা, পৌরসভা  ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, আজকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখনও পঙ্গু হয়ে আছে। অনেকে খুন হয়েছে, গুম হয়েছে। যারা এই দেশের মাটিতে খুন-গুমের নির্দেশ দিয়েছে, যারা মানুষের বুকে গুলি করেছে, তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে।

নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আশরাফ আলী মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস প্রমুখ।

আরও পড়ুন

×