টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
৯ ঘণ্টা অবরুদ্ধ তাঁত বোর্ড চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সোমবার বোর্ড চেয়ারম্যানসহ অবরুদ্ধ কর্মকর্তারা সমকাল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ০১:৩৭
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকীসহ ১৪ কর্মকর্তাকে ৯ ঘণ্টা অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। পরে সাত দিনের মধ্যে দাবি মানার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। অবরুদ্ধ অন্য কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদরের ইউএনও এবং অধ্যক্ষও ছিলেন।
শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরের জন্য দীর্ঘদিন তারা আন্দোলন করছেন। কর্তৃপক্ষ দাবি মানার বিষয়ে একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ করেননি। এ কারণে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন তারা। আর অবরুদ্ধ হওয়া কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে সভা করার জন্য তারা কলেজে আসেন। এ অবস্থায় শিক্ষার্থীরা একদফা দাবিতে তাদের অবরুদ্ধ করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর নিয়ম অনুযায়ী যে শিক্ষক দিয়ে ক্লাস করানোর কথা, তা না করে ডিপ্লোমা শিক্ষকদের দিয়ে পাঠদান করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে দফায় দফায় তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। প্রতিষ্ঠানটি দেশের অন্য ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো পরিচালনা করার কথা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের অধ্যক্ষ মাহবুবুল হক অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে বিশেষ সুবিধা পাচ্ছেন।
কর্মকর্তাদের অবরুদ্ধ করার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী গিয়ে শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। এরপরও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, সাত দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
- বিষয় :
- কলেজ ছাত্র