ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাসপাতাল-ক্লিনিক ঘুরে ভ্যানেই সন্তান প্রসব রুপালির

হাসপাতাল-ক্লিনিক ঘুরে ভ্যানেই সন্তান প্রসব রুপালির

ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ২২:১৭

ভ্যানগাড়িতে বাচ্চা প্রসব করেছেন এক প্রসূতি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এ ঘটনা ঘটে। নবজাতকের ওজন কম হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসূতি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, ভবেরচর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপালি আক্তার (২৫) সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁর প্রসব ব্যথা উঠলে সকাল ১০টার দিকে তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাচ্চার ওজন কম ও রোগীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। কিন্তু রোগীর স্বজনরা তাঁকে সেখানে না নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে ঢাকার উদ্দেশে ভ্যানগাড়িতে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় প্রচণ্ড ব্যথা শুরু হলে ভ্যানগাড়ির ওপরই একটি ছেলে সন্তান প্রসব করেন রূপালি আক্তার।

প্রসূতির বড় ভাই সজীব বলেন, ‘হাসপাতালের সামনে নবজাতকের জন্ম হলো, অথচ ভেতর থেকে কোনো ডাক্তার, নার্স এগিয়ে এলো না। তারা রোগীকে ঢাকা নিয়ে যেতে বলেছিলেন কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান বলেন, মঙ্গলবার সকালে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর সর্বশেষ আলট্রাসনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী বাচ্চার ওজন ১৩৫০ গ্রামের মতো। এত কম ওজনের বাচ্চাদের ক্ষেত্রে জন্মের পর এনআইসিইউ সাপোর্ট দেওয়া লাগতে পারে। তাই রোগীকে এনআইসিইউ সুবিধা আছে এমন কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে জানা যায়, তারা প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলেন সেখান থেকেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর হাসপাতালের সামনে তাঁর বাচ্চা প্রসব হয়।

আরও পড়ুন

×