কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক জেএমপি কমিশনার

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৫:১২
গার্মেন্টস ব্যবসায়ীর কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জেএমপি) সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও তাঁর দুই সহযোগী। হামলা চালিয়ে হত্যা চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সৈয়দ রিয়াজুল করিম।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তাঁর ভাই আজমুল হক ও সৈয়দ আনিসুল হক টিটুসহ স্বজন উপস্থিত ছিলেন।
রিয়াজুল করিম গাজীপুরের মোগরখাল এলাকায় নিট সিটি লিমিটেডের মালিক। মানববন্ধন থেকে ভুক্তভোগী ও তাঁর স্বজন জেএমপির সাবেক কমিশনার নজরুল ইসলাম, তাঁর প্রধান সহযোগী অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন ও ওসি ডিবি জাহিদের বিচারের দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী রিয়াজুল করিম বলেন, আমার নিট সিটি লিমিটেডের কারখানার ভবন মালিক খাইরুল ইসলাম ঝুট ব্যবসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে মামলা করি। পরে বাড়ি ভাড়া বকেয়া থাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে সমাধান করি। তারপরও মোল্লা নজরুল তাঁর লোক দিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদনমুখী কারখানা বন্ধ করে দুই কোটি টাকা দাবি করেন। মোল্লা নজরুলের নিকটাত্মীয় পরিচয় দিয়ে শাহ নেওয়াজ ২০ লাখ টাকা নেন। পরে টাকার কথা অস্বীকার করেন নজরুল। পরে ওসি ডিবি জাহিদের কাছে দুইবারে ৫০ লাখ টাকা দেওয়ার পরও কারখানা খুলে দেয়নি পুলিশ।
ব্যবসায়ী বলেন, কারখানা খুলে দেওয়ার আশ্বাস দিয়ে আমাকে ২০২৩ সালের ১৭ মার্চ ঘটনাস্থলে পাঠান মোল্লা নজরুল। সেখানে ভবন মালিক খায়রুলসহ তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ওপর নৃশংস হামলা চালায়। আমাকে মৃত ভেবে চলে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন।