ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রাজশাহীতে অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু

রাজশাহীতে অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ০২:৩৫

রাজশাহীর মোহনপুর উপজেলায় অ্যালকোহল পান করে চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

নিহত চারজনের মধ্যে মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের টোটন (৪০), মোন্তাজ আলী (৪০), ও করিশা গ্রামের জুয়েল (৩৫) ঘটনাস্থলেই মারা যান। পরে পার্শ্ববর্তী নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আতোয়ার হোসেন (৩৫) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন চারজন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর কাচারিপাড়া গ্রামের আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁ পাড়া গ্রামের মোনায়েম (২৫)। তারা একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন। 

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন জানান, অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়া আতোয়ারকে বুধবার গভীর রাতে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এদিকে মোহনপুর থানার ওসি আবদুল হান্নান সমকালকে জানান, তারা গত মঙ্গলবার রাতে অ্যালকোহল পান করেন। এরপর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোহনপুরের তিনজন ও মান্দা উপজেলার একজনের মৃত্যু হয়। অন্য চারজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রেতা কিন্তু তারাও পান করেছেন, পরে দুজনই মারা যান। এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক কারবারিদের আসামি করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×